রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য পুলিশের কাছে ওই রাতের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। যত দ্রুত সম্ভব ওই ফুটেজ (Rampurhat CCTV footage) পাঠাতে বলা হয়েছে বীরভূম জেলা পুলিশকে। ইতিমধ্যেই পুরোদমে তদন্ত শুরু করেছে সিবিআই। আজ, রবিবার বয়ান রেকর্ড করা হবে। বয়ান রেকর্ড করা হতে পারে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনেরও। মেডিক্যাল টেস্টের জন্য তাকে রামপুরহাট হাসপাতালে আনা হয়েছে। এর আগেই রামপুরহাটের ঘটনার এফআইআরের কপি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে পুলিশ।
আরও পড়ুন: Rampurhat Clash: রামপুরহাটের তদন্তকারী সিবিআই আধিকারিকদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা, শুরু বয়ান রেকর্ড
আজ, রবিবার আবারও বগটুই গ্রামে যাবে কেন্দ্রীয় ফরেন্সিক দল। সিবিআই সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ গ্রামবাসীদের দেখিয়ে অপরাধেীদের শনাক্ত করতে চায় তারা।