তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার নথি বোঝাই ব্যাগ । সিবিআই সূত্রে খবর, মোট ৬টি নথি বোঝাই ব্যাগ উদ্ধার হয়েছে । তবে, নথিগুলি কীসের তা জানা যায়নি । ইতিমধ্যে সেগুলি উদ্ধার করে বিধায়কের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে । নথিগুলির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা ।
জানা গিয়েছে, এদিন বেলা ১২টা ৫ মিনিট নাগাদ সিবিআইয়ের প্রতিনিধি দল পুকুরের পাশে মোবাইলের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। সেই সময় উদ্ধার করা হয় ওই ব্যাগগুলি। এর আগে বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে নবম-দশমের প্রায় ৩ হাজার ৪০০ প্রার্থীর তথ্য । নাম এবং রোল নম্বর সমেত নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ।