মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয়. তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জাফিকুলের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তবে ইতিমধ্যেই এই নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, যদি অবৈধ টাকা পাওয়া গেলে, জিরো টলারেন্স নীতি নেবে দল।
ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে এদিন সকাল থেকেই তল্লাশি শুরু করে সিবিআই। বিকেলে টাকা গোনার যন্ত্র নিয়ে প্রবেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, মুর্শিদাবাদের ডোমকলের বিধায়কের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। শৌচাগার থেকে টাকা পাওয়া গিয়েছে, বেডরুমেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।
এরপরই দলের অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস।