নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি সিবিআই। শুক্রবার এই তৃণমূল বিধায়কের বাড়ি হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তিন প্রতিনিধি। বিধায়কের অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। বাড়ির মূল দরজা বন্ধ করে চলছে তল্লাশি। সিবিআই সূত্রে খবর, এই তৃণমূল বিধায়কের বাড়ি -অফিসে তল্লাশি এবং তাঁকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
জানা গিয়েছে, ধৃত কুন্তল ঘোষকে জেরা করে স্থানীয় এজেন্ট বড়ঞার কোগ্রামের বাসিন্দা কৌশিক ঘোষের হদিশ পান তদন্তকারীরা। তাঁর থেকেই হদিশ মেলে জীবনকৃষ্ণের। পাশাপাশি কৌশিকের আত্মীয় অসিত ঘোষও জীবনকৃষ্ণের কৌশিক-জীবনকৃষ্ণ ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নেন। এরপরই ওই তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেন তিন সিবিআই আধিকারিক।
আরও পড়ুন- IPL 2023 points table : পঞ্জাবকে হারিয়ে তিন নম্বরে উঠে এল গুজরাত, পয়েন্ট টেবিলের শীর্ষে কে ?