তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে টাকা গোনার যন্ত্র নিয়ে ঢোকে সিবিআই। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, মুর্শিদাবাদের ডোমকলের বিধায়কের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। শৌচাগার থেকে টাকা পাওয়া গিয়েছে, বেডরুমেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।
বৃহস্পতিবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। বিধানসভার অধিবেশনে কলকাতায় আছেন তিনি। সিবিআই সূত্রে খবর, তাঁর বাথরুম থেকে ৭ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তকারী সংস্থার জাফিকুলের বেডরুম থেকেও কয়েক লক্ষ টাকা উদ্ধার হতে পারে। এই প্রসঙ্গে সিবিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরিবার সূত্রে খবর, কিছু সম্পত্তি বিক্রি করেছেন। তার টাকাই বাড়িতে রাখা ছিল।