মুর্শিদাবাদ, নলহাটির পর এবার পটাশপুর। বছরের প্রথম দিনেই নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো আরও এক অভিযুক্তের বাড়িতে হানা দিল সিবিআই। মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, নলহাটিতে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে সিবিআই। এর মধ্যেই এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত গোপাল দলপতির পূর্ব মেদিনীপুরে বাড়িতে পৌঁছল সিবিআই। ইতিমধ্যেই গোপালের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছেন আধিকারিকরা। বাড়িতে চালানো হচ্ছে তল্লাশিও।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূলের নেতা কুন্তল ঘোষ রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম নিয়েছিলেন। এই হৈমন্তীর গঙ্গোপাধ্যায়ের স্বামী গোপাল দলপতি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে একাধিকবার মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সেই টাকা কেন দেওয়া হত তা জানতে তদন্তে নেমেছেন আধিকারিকরা।
অন্যদিকে, দুর্নীতিতে অভিযুক্ত ধৃত তাপস মণ্ডল অভিযোগ করেছেন, ২০১৭ সালে গোপাল প্রাথমিক চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রায় ৯৪ লক্ষ টাকা তুলে কুন্তলকে দিয়েছিলেন গোপাল। যা নিয়ে গত ৩১ জানুয়ারি সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তাপস এবং গোপালকে জিজ্ঞাসাবাদ করা হয়।