পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারও তল্লাশি অভিযান জারি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই-এর । এবার অভিষেকের গড় ডায়মন্ড হারবারে পৌঁছে গেল সিবিআই । জানা গিয়েছে, এদিন, সকালে ডায়মন্ড হারবারের প্রাক্তন পুরপ্রধান মীরা হালদারের বাড়িতে হাজির হয় সিবিআই আধিকারিকদের একটি দল । বাড়িতেই রয়েছেন মীরা হালদার । প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন তাঁরা ।
জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা নাগাদ ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা । বাড়ির বাইরে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । মীরার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে । উল্লেখ্য, ২০১৬ সালে ডায়মন্ত হারবার পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল । সেইসময় ওই পুরসভার চেয়ারপার্সন ছিলেন মীরা ।