রাজ্যে পাসপোর্ট জালিয়াতির বড়সড় চক্রের হদিশ। দেবীপক্ষের সকাল থেকেই রাজ্য-সহ পড়শি রাজ্য সিকিমের (Sikkim) ৫০ জায়গায় এক যোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার (CBI) গোয়েন্দারা। শনিবার সকালে শিলিগুড়ি ও গ্যাংটক-সহ একাধিক জায়গায় হানা দেয় CBI। এই চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করেছে সিবিআই।
জানা গিয়েছে, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সিবিআই-এর তদন্তকারী অফিসারদের হাতে গ্রেফতার হয়েছেন গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট। নাম গৌতমকুমার সাহা। একইসঙ্গে দিপু ছেত্রী নামে একজনকে আটকও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন - সোমবার বিধানসভায় একদিনের অধিবেশন, পুজোপর্বের মধ্যে এ ঘটনা নজিরবিহীন !
টাকার বিনিময় তৈরি করে দেওয়া হত ভুয়ো পাসপোর্ট। এই দিপুই এই কাজে মিডিলম্যান হিসেবে কাজ করত। গৌতমকুমার সাহাকে ১ লক্ষ ৯০ হাজার টাকা ঘুষ দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দিপু। ধৃতদের কাছ থেকে অনেক তথ্য ও নথি উদ্ধার করা হয়েছে।