RG Kar: RG কর কাণ্ডে মৃত চিকিৎসকের ময়না তদন্তেও গাফিলতির ইঙ্গিত? ইচ্ছাকৃত কিনা খতিয়ে দেখছে CBI

Updated : Sep 25, 2024 14:35
|
Editorji News Desk

RG কর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এই পরিস্থিতিতে নিহত চিকিৎসকের ময়নাতদন্ত নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যে জট ছাড়াতে ফরেনসিক চিকিৎসক এবং ময়নাতদন্তের সময় উপস্থিত থাকা দু,জন ডোমকে একাধিকবার ডেকে পাঠিয়েছিলের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।   নির্যাতিতার মৃত্যুর পর ময়নাতদন্তের সময়ও গাফিলতির অভিযোগ ওঠে। আনন্দবাজার ডিজিট্যালে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

কী ঘটেছিল? 

৯ অগাস্ট RG কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। তারপর ওই দিনেই সন্ধের সময় ময়না তদন্ত করা হয়। যা গোয়েন্দাদের সন্দেহ বাড়িয়েছে। 

কীসের সন্দেহ? 
তদন্তকারীরা জানতে পেরেছিলেন ৯ অগাস্ট মোট আট,টি দেহের ময়নাতদন্ত হয়। তারমধ্যে সাতটি পোস্টমর্টেম হয়েছিল সূর্যাস্তের আগে। এবং একমাত্র নিহত চিকিৎসকের দেহের ময়নাতদন্ত করা হয়েছিল সূর্যাস্তের পর। 

সূত্রের খবর, CBI আধিকারিকদের তদন্তে উঠে এসেছে সন্ধে ৬টা থেকে ময়নাতদন্ত শুরু হয়েছিল। ১ ঘণ্টা ১০ মিনিট ধরে চলেছিল পোস্টমর্টেম। সন্ধে ৭টা ১০ মিনিট নাগাদ শেষ হয় ময়নাতদন্তের কাজ। সেই সময় মর্গে উপস্থিত ছিলেন মোট তিনজন ফরেনসিক বিশেষজ্ঞ এবং দু,জন ডোম। তাঁরা ময়নাতদন্ত করা থেকে শুরু করে রিপোর্ট লেখা পর্যন্ত পুরো কাজটি করেন। সবথেকে কম সময়ে নিহত চিকিৎসকের ময়নাতদন্ত সেরে ফেলা হয়েছিল। কেন দ্রুত পোস্টমর্টেম সেরে ফেলা হল সেই বিষয়টিও খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা। 

এদিকে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি নিয়েও একাধিক প্রশ্ন উঠে আসছে বলে CBI সূত্রের দাবি। তদন্তকারী সূত্রের দাবি, ভিডিয়োগ্রাফির ছবির কোয়ালিটি খুব একটা স্বচ্ছ নয়। যার ফলে নির্যাতিতার দেহের আঘাতের চিহ্ন আদৌ স্পষ্ট নয়। এখানেই প্রশ্ন উঠছে সন্ধের পর ময়নাতদন্তের করা হলেও কেন প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করা হল না? 

ময়নাতদন্তের নিয়ে একাধিক প্রশ্ন ওঠায় ইতিমধ্যে দুই ডোম এবং তিন চিকিৎসকের মধ্যে কয়েকজনকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় একজন ডোম জানিয়েছেন, তিনি ময়নাতদন্তে তাড়াহুড়ো করার ক্ষেত্রে আপত্তি তুলেছিলেন। কিন্তু আপত্তিতে কান দেননি চিকিৎসকরা। এমনকি, সন্ধের সময় ময়নাতদন্ত করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই বিষয়েও জানতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সেক্ষেত্রে কোনও জবাব দিতে পারেননি ডোম বা চিকিৎসকরা। 

তদন্তকারী সূত্রের দাবি ময়নাতদন্তে যে গাফিলতি হয়েছিল তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। মৃতদেহ কাটা থেকে সেলাই পর্যন্ত একাধিক ধাপ নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা।

RG Kar Case

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর