গত সপ্তাহে বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। এবার তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। বুধবারই অনুব্রতের বোলপুরের নিচুপট্টির বাড়ি যেতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি টিম। সিবিআই সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অনুব্রত মণ্ডলকে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। তারপর থেকেই বোলপুরে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার একাধিক জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। যৌথ সম্পত্তি থাকারও প্রমাণ পেয়েছে সিবিআই। সুকন্যার নামে একাধিক চালকলের খোঁজও পাওয়া গিয়েছে। গরুপাচার সংক্রান্ত কোনও লেনদেন অনুব্রত ও সুকন্যার জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জেরা করে সুকন্যার সম্পত্তির উৎস, আয়ব্যয়ের হিসেবও জানার চেষ্টা করতে পারে সিবিআই।
সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের আয়করের নথি খতিয়ে দেখেছে সিবিআই। সেখানে অনেক অসঙ্গতি পেয়েছে সিবিআই। দাপুটে নেতার একাধিক কর্মচারী, দেহরক্ষী সায়গল হোসেনের একাধিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের হাতে এনামুল, আবদুল লতিফ ও সায়গল হোসেনের কললিস্ট
মঙ্গলবার একাধিক তথ্য নিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআইয়ের আরও একটি দল আসানসোল জেলে সায়গল হোসেনকেও জেরা করে বলে খবর। জোড়া জেরায় পাওয়া তথ্য অনুযায়ী, এবার অনুব্রতের মেয়ে সুকন্যাকে জেরা করতে পারে সিবিআই।