সিবিআই আদালতে ভার্চুয়ালি হাজিরা সায়গল হোসেনের (Saigal Hossain)। গরুপাচার মামলায় দিল্লির তিহার জেলে (Tihar Jail) পাঠানো হয়েছে তাঁকে।
এতদিন জামিনের আর্জি জানাননি তিনি। বৃহস্পতিবার তাঁর আইনজীবী জামিনেক আবেদন করেন। যদিও তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। তিহার জেলে গিয়ে জেরার আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী।
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে জনসংযোগ, গ্রামবাসীদের সঙ্গে চুটিয়ে ক্যারাম খেললেন সাংসদ মহুয়া মৈত্র
সম্প্রতি বীরভূমে ২০০টি বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। তার সঙ্গে সায়গল হোসেনের যোগ থাকতে পারে বলে মনে করছে সিবিআই। ওই সবকটি অ্যাকাউন্টে একজনেরই সই আছে। সিবিআই সূত্রে খবর, সেখান থেকেই সায়গলের নাম উঠে এসেছে। আগামী ৩ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করা হবে তাঁকে।