রামপুরহাট কাণ্ডে(Rampurhat Genocide) নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই(CBI)। রাজ্য পুলিশের অভিযোগের ভিত্তিতে মোট ১০টি ধারায় অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI)। খুন, খুনের চেষ্টা, আগুন লাগিয়ে খুনের অভিযোগ এবং হিংসা ছড়ানোর মতো একাধিক অভিযোগ রয়েছে সে তালিকায়। অভিযুক্ত ২৩ জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে সিবিআই।
জানা গেছে, বগটুই কাণ্ডে(Bagtui Genocide) ১০ জনের একটি তদন্তকারী দল গঠন করেছে সিবিআই। যে দলে রয়েছেন একজন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার।
আরও পড়ুন- Rampurhat Violence: বগটুই কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামল নাগরিক সমাজ
কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশ হাতে পাওয়ার পর সিজিও কমপ্লেক্সে(CGO Complex) বৈঠকে বসে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল। বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে।হাইকোর্টের নির্দেশের পর বীরভূমের(Birbhum) এসপিকে মেল করে এফআইআর, অভিযোগপত্রের কপি চায় সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করে বীরভূম জেলা পুলিশ(Birbhum District Police)।