প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়- কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি জেরা করতে চায় সিবিআই। তাই প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়কে আলিপুরের বিশেষ আদালতে হাজির করানো হয়।
মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বাগ কমিটির রিপোর্ট অনুযায়ী, উপদেষ্টা কমিটি থেকেই ভুয়ো সুপারিশ যেত। স্কুলে চাকরির ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে। আর সে সময় পর্ষদের শীর্ষে ছিলেন কল্যাণময়। এছাড়াও তাঁর বিরুদ্ধে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহার পর গ্রেফতার হন তিনি।
আরও পড়ুন- Fake Offer Letter: উৎকর্ষ বাংলার মঞ্চ থেকে 'ভুয়ো' নিয়োগপত্র বিলির অভিযোগ, চাঞ্চল্য হুগলিতে
২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ২০১৬ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। সেই বছরই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয়। চলতি বছরের ২২ জুন ওই পদে তাঁর মেয়াদ শেষ হয়। পাশাপাশি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করে দেওয়া উপদেষ্টা কমিটিরও অন্যতম সদস্যও ছিলেন কল্যাণময়। এহেন প্রভাবশালী আমলা কল্যাণময়ের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির একাধিক অভিযোগ।