প্রাথমিক নিয়োগ পরীক্ষার OMR সংক্রান্ত ধোঁয়াশা দূর করতে আরও তৎপর CB।. দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে টানা চার দিন তল্লাশি অভিযান চালিয়ে এ বার সংস্থার কর্তা এবং কর্মচারীদের জেরা করা হল নিজ়াম প্যালেসে।
তল্লাশি চালিয়ে এস বসু রায় -এর দফতর থেকে ৩৫টির বেশি হার্ডডিস্ক এবং দু’টি সার্ভার বাজেয়াপ্ত করেছে সিবিআই। সেই সব হার্ডডিস্কে কী আছে, নষ্ট করা ওএমআরগুলি সার্ভারে রয়েছে কি না, ক্ষতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। সেই সূত্র ধরেই সংস্থার বেশ কয়েক জন প্রাক্তন এবং বর্তমান কর্মচারীকে ডেকে পাঠিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হল সোমবার।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, হার্ডডিস্ক থেকে তথ্য বা ফাইল মুছে ফেলা হলে তা উদ্ধার করা সম্ভব। তবে হার্ডডিস্কের উপর রিরাইট করলে মুছে ফেলা তথ্য উদ্ধার করতে সমস্যা হয়।
অন্যদিকে এসএসসির ২৬ হাজার চাকরি বহাল থাকবে না কি বাতিল হবে, অনিশ্চয়তা কাটল না মঙ্গলবারও। সিদ্ধান্ত হল না সুপ্রিম কোর্টে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মঙ্গলবার সকালে উঠেছিল মামলাটি। শুনানির সময়ে প্রধান বিচারপতি জানান, আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষের বক্তব্য শুনে তবেই এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে।
সুপ্রিম কোর্ট ওই বক্তব্য জানানোর জন্য দু’সপ্তাহ সময় বেঁধে দিয়েছে মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষকে। মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তিন সপ্তাহ পর, অগস্টের শুরুতে।