আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, আড়ালে থেকে যাবতীয় কাজ করতেন পার্থ চট্টোপাধ্যায়। তাদের দাবি, কাদের কোন পদে দায়িত্ব দেওয়া হবে এবং কাকে পদ থেকে সরানো হবে সব পরিকল্পনা করতেন তিনি।
কী দাবি CBI-এর
শনিবার আলিপুরের CBI বিশেষ আদালতে পার্থর জামিনের শুনানি ছিল। সেসময়ই জামিনের বিরোধিতা করে CBI। এবং একাধিক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন CBI এর আইনজীবী। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ওই অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি জানিয়েছেন, CBI এর দ্বিতীয় চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না। এমনকি তৃতীয় একটি চার্জশিটে SSC-র এক মহিলা চেয়ারম্যানকে পার্থ চট্টোপাধ্যায় বকাবকি করেছেন বলে দাবি করা হলেও বকাবকির কারণ জানানো হয়নি।