অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়িতে সিবিআই আধিকারিকরা। বাড়ি ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। তাঁকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হবে। অনুব্রতের বাড়ির সমস্ত গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন সিবিআই কর্তারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে একজন ব্যাঙ্ক কর্মীও অনুব্রতের বাড়িতে গিয়েছেন। অনুব্রতের বাড়িতে সারাক্ষণ এক পুলিশ কর্মী মোতায়েন থাকেন। জানা গিয়েছে, তাঁকেও বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গরুপাচার কাণ্ডে বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু শারীরিক অসুস্থতা দেখিয়ে এদিনও হাজিরা এড়িয়ে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এরপরই বুধবার মধ্যরাতে বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের একটি বড় দল।
আরও পড়ুন: রাখি উৎসবে ডুয়ার্সে অভিনব উদ্যোগ, হাতিদের রাখি পরিয়ে বন্যপ্রাণ বাঁচানোর বার্তা
জানা গিয়েছে, কলকাতা ও আসানসোল থেকে বোলপুরে আসেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর ৬টি গাড়িও পৌঁছয় বোলপুরের রতনকুঠি ও পূর্বপল্লি গেস্ট হাউজে। এরপর রতনকুঠিতে তলব করা হয় এক ব্যাঙ্ক কর্মীকে। এরপরই অনুব্রতের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা।