ল্য়াংচার জন্য বিখ্য়াত বর্ধমানের শক্তিগড়। কিন্তু সেই শক্তিগড়ে গিয়ে ল্য়াংচা খেলেন না অনুব্রত মণ্ডল। তাহলে আসানসোলে যাওয়ার পথে জলখাবারে কী খেলেন কেষ্ট ? ডালপুরি আর লিকার চা। কারণ, ডায়াবেটিসের রোগী তিনি। তাই ল্যাংচা নাকি ছুঁয়েও দেখেননি বীরভূমের তৃণমূল নেতা। ২৭৫ কিলোমিটার। দীর্ঘ পথ। এই রাস্তাতেই সকালে অনুব্রতকে নিয়ে আসানসোল রওনা দিয়েছিল সিবিআই।
হঠাৎই দেখা যায় শক্তিগড়ে সিবিআই গাড়ি থামতে। দোকানের সামনে কেন্দ্রীয় বাহিনী দেখে ছুটে আসেন স্থানীয়রা। বুঝতে অসুবিধা হয়নি যে ওটা কেষ্ট মণ্ডলের গাড়ি। তাই দোকানের উল্টো দিকে ভিড় জমে যায়। গাড়িতে ওঠার আগে দুটি বিস্কুট ও ফলের রস খেয়েছিলেন।
খানিকক্ষণের জন্য শক্তিগড়ে থামে সিবিআইয়ের গাড়ি। তারপর আবার ছুটল আসানসোলে দিকে। এদিকে, গরুপাচার তদন্ত মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের নিরাপত্তা আরও বাড়াচ্ছে সিবিআই। সেইসঙ্গে এবার থেকে অনুব্রতর জন্য নতুন গাড়িও ব্যবহার করতে চলেছে কেন্ত্রীয় তদন্তকারী সংস্থা।