আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সম্পর্কে একের পর এক অবাক করা তথ্য হাতে পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গেল এক মেডিক্যাল সাপ্লায়ারের কাছ থেকে হাসপাতালের সোফা সেট এবং রেফ্রিজারেটর কিনেছিলেন সন্দীপ!
CBI সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে যে রিমান্ড লেটার জমা দিয়েছে, তাতে স্পষ্টই উল্লেখ রয়েছে, হাজরা মেডিকেল নামের এক সাপ্লায়ারের কাছ থেকে সোফা এবং ফ্রিজ কিনেছিলেন সন্দীপ। এই হাজরা মেডিকেলের মালিক সুমন হাজরাকেও সিবিআই গ্রেফতার করেছে। সুমন হাজরার দু'টি সংস্থার একটি মা তারা ট্রেডার্স, অন্যটি হাজরা মেডিকেল। নথি ঘেটে দেখা যাচ্ছে আরজি কর হাসাপাতালে বিভিন্ন মেডিকেল সাপ্লাইয়ের জন্য সুমন হাজরাই ঘুরিয়ে ফিরিয়ে টেন্ডার পেতেন।
আরজি করের আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়া বিপ্লব সিংহের দুর্নীতি সম্পর্কেও বেশ কিছু তথ্য হাতে এসেছে সিবিআই এর। তাঁর পরিবারের অনেকের নামে নানা সংস্থা তৈরি করে রেখেছিলেন বিপ্লব। হাসপাতালের কোনও টেন্ডার বেরোলেই সেই সব সংস্থার নামে টেন্ডার জমা করা হত। এমন কী হাসপাতালের বহু কর্তাকে কাগজ না দেখিয়েই তাঁদের নামে এই সব সংস্থাকে কাজের বরাত দেওয়া হত।
সিবিআই সূত্রে খবর সন্দীপ ঘোষ এবং বিপ্লব সিংহের আঁতাত বহুদিনের। আরজি করের আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজে থাকার সময় থেকেই বিপ্লব এবং সুমনের কাজের ব্যবস্থা করে দিতে থাকেন।
আরজি করের আর্থিক অনিয়মের অভিযোগে সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন তাঁকে আগেই সাসপেন্ড করেছে।