প্রায় ৬ ঘণ্টা তল্লাশি চালানোর পর বিধাননগরের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে বেরোলেন CBI গোয়েন্দারা। প্রথমে রাজারহাট এবং তারপর দমদম পার্কের বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা। দেবরাজ জানিয়েছেন, বেশ কয়েকটি নথি চেয়েছিলেন আধিকারিকরা। পাশাপাশি পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।
দেবরাজ আরও জানিয়েছেন,বিকেল ৩টে নাগাদ তদন্তকারীরা বেরিয়ে যান। সার্চ ওয়ারেন্ট নিয়েই তল্লাশি করতে গিয়েছিলেন তাঁরা। বিভিন্ন তথ্য তাঁরা জানতে চেয়েছিলেন। এমনকি বেশ কিছু নথি গোয়েন্দারা নিয়েও গিয়েছেন।
বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার তল্লাশি অভিযানের শুরুতে বাড়িতে না থাকলেও গোয়েন্দা পৌঁছনোর খবর পেয়েই বাড়ি ফেরেন দেবরাজ। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
দেবরাজের বাড়িতে তল্লাশি চালানোর পর দুপুর ১টা নাগাদ তাঁকে নিয়ে অন্যত্র চলে যান গোয়েন্দারা। তারপর কাউন্সিলরের দমদম পার্কের বাড়িতে যান গোয়েন্দারা।
এদিকে CBI তল্লাশি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বুধবার মিত শাহ বুধবার কলকাতায় এসে বলে গিয়েছেন সেকারণে তল্লাশি চালানো হয়। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এই ধরনের অভিযান আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।