বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ব্যবহৃত দুটি ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করছে সিবিআই। ইতিমধ্যেই সিবিআইয়ের এই আবেদন মঞ্জুর করেছে আদালত। উল্লেখ্য, সিবিআই হানা দিতেই নিজের দুটি ফোন বাড়ির পাশের পুকুরে ফেলে দেন বড়ঞার বিধায়ক। তারপর টানা আড়াইদিন পুকুরের সমস্ত জল ছেঁচে খুঁজে দেখেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অবশেষে দু’টি মোবাইলই পুকুরের পাঁক থেকে উদ্ধার করে সিবিআই।
এখানেই উঠছে প্রশ্ন। থকথকে পাঁকে প্রায় ৭২ ঘন্টা ডুবে থাকার পর আদৌও কি কাজ করবে অ্যান্ড্রয়েড ফোন। তবে সফটওয়্যার বিশেষজ্ঞরা বলছেন, হার্ডওয়্যার যদি ঠিক থাকে তা হলে তথ্য পেতে অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে ফোনের আইসি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। ফলে সবমিলিয়ে ফরেন্সিক পরীক্ষায় জীবনের দুটি ফোন থেকে কোন রহস্য উদ্ধার হয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- Virat Kohli: বিরাটের আচরণে ক্ষুব্ধ বোর্ড, জরিমানা স্বরূপ কাটা হল পারিশ্রমিক