গরুপাচার মামলায় বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) ফের তলব করল সিবিআই। আগামী সোমবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
উল্লেখ্য, গরুপাচার মামলায় ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর কাছ থেকে হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। সায়গল এখন জেল হেফাজতে। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাঁকে ফের আসানসোলে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়।
Partha Chatterjee:প্রভাবশালী তকমা মুছতে বিধায়ক পদ ছাড়তে রাজি পার্থ, আদালতকে জানালেন আইনজীবী
উল্লেখ্য, এর আগে বিধানসভা ভোট পরবর্তী হিংসা, গরুপাচার সহ একাধিক মামলায় সিবিআই অনুব্রতকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে। শারীরিক অসুস্থতার কথা বলে একাধিক বার সিবিআই—এর তলব এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত অনুব্রত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে বাধ্য হন। এবার ফের তাঁকে তলব করল সিবিআই।