বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিনে ক্যাশলেস ইকোনমি নিয়ে এবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে কিছু না বললেও মমতার বক্তব্যে স্পষ্ট যে তিনি মোদী সরকারের বিরুদ্ধেই আঙুল তুলেছেন।
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে জানান, ক্যাশলেস অর্থনীতি কখনও কর্মসংস্থান তৈরি করতে পারে না। কারণ তাঁর যুক্তি, অনেকেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্য়বহার করেন না। এমনকি অনলাইন পেমেন্টও অভ্যস্থ নন তাঁরা। ফলে ডিজিট্যাল পেমেন্ট সিস্টেম ধাক্কা খাচ্ছে বলে অভিমত তাঁর।
প্রসঙ্গত নোটবন্দির পর থেকেই ডিজিট্যাল পেমেন্টে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কোভিডের পর থেকে তা দ্রুত হারে বাড়তে শুরু করেছে। একাধিক UPI অ্য়াপের ব্যবহার বেড়েছে।