পাঁচ মাসের বাচ্চাকে শিশু বিভাগে রেখে জল আনতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক মহিলা। লিফটে উঠতেই আচমকাই বন্ধ হয়ে গেল লিফট। প্রায় ঘন্টাখানেক ওই লিফটে আটকে থাকলেন দুই মহিলা সহ তিনজন। ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালের মহিলা এবং শিশু বিভাগে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে।
জানা গিয়েছে, বাসন্তী থানার সোনাখালি এলাকার ওই দুই মহিলা হাসপাতালে গিয়েছিলেন পাঁচ মাসের সন্তানকে নিয়ে। শিশুকে হাসপাতালে ভর্তি করে নিচে নেমেছিলেন জল নিতে। এরপর উপরে উঠতে গিয়ে আটকে যায় লিফট।
ওই লিফটে ছিলেন একজন চা বিক্রেতাও। তিনি হাসপাতাল কর্মীদের খবর দিলে কাজ শুরু হয়। কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ায় কোনও ভাবেই লিফট চালু করা সম্ভব হয়নি। প্রায় তিন জনেই ঘন্টাখানেক আটকেছিলেন ওই লিফটে। প্রায় ঘন্টা খানেক পর লিফট থেকে তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়।
খবর দেয়া হয় ক্যানিং থানায় পুলিশও পৌঁছায় হাসপাতালে খবর দেয়া হয় মিশ্রিকে এরপর কোনভাবে লিফট এর দরজা খুলে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়