মুম্বইয়ের মন্নত । যেখানে প্রতিদিন হাজার হাজার অনুরাগী অপেক্ষায় । কিং খানের যদি একবার দেখা পাওয়া যায় । খড়দহের দক্ষিণপল্লীর বাড়িতেও দিনরাত এক করে চলছে সেই প্রার্থনা । ক্যানসার রোগী শিবানী চক্রবর্তী । লাস্ট স্টেজ । যে কোনও সময় অঘটন ঘটে যেতে পারে । তার আগে শুধু একটা ইচ্ছেপূরণ করতে চান তিনি । শাহরুখ খানকে একবার ছুঁয়ে দেখতে চান বছর ৬০-র শিবানী দেবী । মায়ের সেই ইচ্ছাকেই ডানা মেলতে নেটমাধ্যমের শরণাপন্ন হয়েছেন তাঁর মেয়ে । বিষয়টি যাতে শাহরুখ খানের নজরে আসে, সেই চেষ্টাতেই নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর মেয়ে প্রিয়া চক্রবর্তী ।
প্রিয়া শাহরুখ খানের বড় ফ্যান । ঈশ্বরের মতো পুজো করেন । তাঁর নামকরণের পিছনেও রয়েছে শাহরুখ যোগ । আর মেয়ের সূত্রেই নাকি শিবানী দেবীর শাহরুখ-যাপন । তাই মৃত্যুর আগে একবার শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চান তিনি । শিবানী দেবীর কথায়, 'শাহরুখ স্যর শুনেছি অনেক মানুষের পাশে দাঁড়ান, আমার মেয়েটাও যেন ওঁর সহযোগিতার হাত পায়!' মেয়ে প্রিয়া বলছেন, মা তাঁর কাছে সব । কিন্তু, মায়ের চিকিৎসার জন্য সব অর্থ শেষ হয়ে গিয়েছে । মুম্বই নিয়ে যাওয়ার সামর্থ্য নেই । তিনি চান শাহরুখ স্যার কিছু করুন ।
জানা গিয়েছে, ২০২১ সালে মারণ রোগ বাসা বাঁধে শিবানী চক্রবর্তীর শরীরে । প্রথমে কোমরে ব্যথা, তারপর অপারেশনের পর জানা যায়, তিনি ক্যানসার আক্রান্ত । কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার রোগ বিভাগে চিকিৎসা চলছে তাঁর । পরিবারের দাবি, ইতিমধ্যেই ১০টির বেশি কেমো হয়ে গিয়েছে । কিন্তু, ফিরে আসার সম্ভাবনা নেই শিবানী দেবীর । তাই তাঁর ইচ্ছাপূরণের চেষ্টাতেই রয়েছেন তাঁর পরিবার ।