জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চলা উচিত। বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে বিজেপি বিধায়কদের করা একটি মামলায় এই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটির শুনানি হয়।
জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলে ১১জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে লালবাজারে FIR দায়ের করা হয়েছিল। সেই অভিযোগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। শুনানিতে বিচারপতি জানান, হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুরু করা যায় না। নির্দিষ্ট নিয়ম মেনেই জাতীয় সঙ্গীত শুরু করা উচিত।
ঘটনার সূত্রপাত গত বুধবার। ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভে বসেন তৃণমূল বিধায়করা। ওই একই সময়ে বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়করা। অভিযোগ, সেসময় তৃণমূল বিধায়করা জাতীয় সঙ্গীত গাইছিলেন। কিন্তু বিজেপির তরফে সেসময় স্লোগান দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।