দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট । হাতে মাত্র আর তিনদিন । কিন্তু, কেন্দ্রীয় বাহিনী বন্টন নিয়ে এখনও ধন্দে রাজ্য নির্বাচন কমিশন । হাইকোর্টের নির্দেশ, পঞ্চায়েত ভোটে প্রতিটি ভোটকেন্দ্রে অর্ধেক কেন্দ্রীয় বাহিনী এবং অর্ধেক রাজ্য পুলিশ থাকবে । কিন্তু, এই নির্দেশের পর বুথে বাহিনী বন্টন নিয়ে জটিলতা আরও বেড়েছে । এই আবহে ফের দফা বাড়ানোর দাবি উঠছে । বুধবার সেই মামলার শুনানি হতে পারে ।
পঞ্চায়েত ভোটে রাজ্যে আসছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যেখানে রয়েছে প্রায় ৮২ হাজার সদস্য । তার মধ্যে ৬৫ হাজার জওয়ানকে ভোটের কাজে ব্যবহার করা যাবে । হাইকোর্টের নির্দেশ মতো, সঙ্গে আরও ৭০ হাজার কর্মীকে সমান অনুপাতে ব্যবহার করতে হবে । কিন্তু, এখানেও কিছু সমস্যা থেকে যাচ্ছে । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর 'সাধারণ কার্যপ্রণালী' অনুযায়ী, যে কোনও জায়গায় ৪ জনের কম জওয়ান মোতায়েন করা যায় না । সেক্ষেত্রে, রাজ্যের ৪৪ হাজার ৩৮২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে চার জন করে জওয়ান মোতায়েন করা যাবে না । সেক্ষেত্রে দফা বাড়লেই সেই সমস্যার সমাধান হবে ।
পঞ্চায়েত ভোটে দফা বাড়বে কি না, তা বুধবারই জানা যেতে পারে । এদিন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দায়ের করা ওই মামলার শুনানি পারে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে । উল্লেখ্য, মঙ্গলবারই, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, পঞ্চায়েত ভোটে প্রতিটি ভোটকেন্দ্রে অর্ধেক কেন্দ্রীয় বাহিনী এবং অর্ধেক রাজ্য পুলিশ থাকবে । সেই নির্দেশকে কেন্দ্র করেই জটিলতা আরও বাড়ল কমিশনের ।