রাজ্যে ক্রমবর্ধমান করোনা(Corona) পরিস্থিতিতে এবার পুরভোট পিছোনোর সম্ভাবনা। ইতিমধ্যেই সংক্রমণের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ(West Bengal)। এই পরিস্থিতিতে রাজ্যের পুরভোট(Municipal Election) ৪ থেকে ৬ সপ্তাহ পিছোনো যায় কিনা, রাজ্য নির্বাচন কমিশনকে(State Election Commission) ভেবে দেখার নির্দেশ কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই জানাতে হবে সিদ্ধান্ত, জানিয়েছে হাইকোর্ট(Calcutta High Court)।
সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে করোনা(Corona) আবহে পুরভোট পিছোনোর কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের চিকিৎসকরা(Doctors)। ক্রমবর্ধমান করোনা(Corona) পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela) করা নিয়েও রাজ্য সরকারের(West Benga Govt.) সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন রাজ্যের চিকিৎসক মহলের একাংশ।
এর ওপর আবার পুরভোট(Municipal Election) হলে সংক্রমণ আরও বাড়বে বলেই আশঙ্কা চিকিৎসকদের। আর সেই পরিপ্রেক্ষিতেই বাংলার পরিস্থিতি বিবেচনা করে পুরভোট(Municipal Election) পিছোনো যায় কিনা, রাজ্য নির্বাচন কমিশনকে(State Election Commission) ভেবে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।