আবার শিরোনামে কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন(Damayanti Sen)। দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনিতে ধর্ষণ মামলার তদন্তের দায়িত্ব পেলেন আইপিএস দময়ন্তী সেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে রাজ্যের এই চারটি মামলার নজরদারির দায়িত্ব পেলেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, বিগত দিনের অভিজ্ঞতা বলছে, দময়ন্তী নিরপেক্ষভাবে তদন্ত করেছেন।
বর্তমানে কলকাতা পুলিশের(Kolkata Police) স্পেশাল কমিশনার দময়ন্তী এক দশক আগে ঘটে যাওয়া পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার(Park Street Rape Case) সময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন। তখন তিনিই ওই ঘটনার তদন্ত করেছিলেন।
আরও পড়ুন- Hanskhali Rape Case: হাঁসখালিকাণ্ডে আরও তৎপর পুলিশ, গ্রেফতার মূল অভিযুক্তের বন্ধু প্রভাকর পোদ্দার
মঙ্গলবার শুনানির সময় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সরাসরি বলেন, ‘‘দু থেকে তিনটি ঘটনা পর পর ঘটল। কী হচ্ছে? কেন এমন ঘটনা? আমি বাকরুদ্ধ!’’ গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটছে। প্রধান বিচারপতি সেই প্রেক্ষিতেই ‘বাকরুদ্ধ’ হওয়ার কথা বলেছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, প্রধান বিচারপতির নির্দেশের মধ্যে নদিয়ার হাঁসখালির ঘটনা(Hanskhalli Rape Case) নেই। যা নিয়ে আপাতত রাজ্য-রাজনীতি উত্তাল। কিন্তু দময়ন্তীকে দায়িত্ব পাওয়ার পর আরও একবার পার্ক স্ট্রিটের ঘটনার স্মৃতি উস্কে দিল।