উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভোটপ্রচার সেরে ফেরার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান বিভ্রাট হয়। সেই ঘটনায় জনস্বার্থ মামলায় কেন্দ্রের হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে আদালত জানিয়েছে, এক মাসের মধ্যে হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে।
জনৈক আইনজীবী বিপ্লব রায়চৌধুরী কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি বলেন, এর আগেও ২০১৬ সালে মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট হয়েছিল।
আরও পড়ুন: School Uniform: রাজ্যে চালু হতে চলেছে নীল-সাদা স্কুল ইউনিফর্ম, বিরোধিতা বিজেপির
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ ভোটের আগে বারাণসীতে সমাজবাদী পার্টির (Samajwadi Party) হয়ে প্রচারে যান মুখ্যমন্ত্রী। ফেরার সময় দমদম বিমানবন্দরে অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনির হয়। দুলতে দুলতে ১০০ মিটার নীচে নেমে আসে বিমানটি।