পঞ্চায়েত নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই । জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট । সেক্ষেত্রে,মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়বে নাকি একই থাকবে, তা নির্ভর করছে কমিশনের উপরই । রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট । তবে অবিলম্বে ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে ।
পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ানো-সহ আরও কয়েকটি আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা । সেই মামলারই শুনানি ছিল এদিন । আদালত জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনই সব সিদ্ধান্ত নেবে । তবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৭ জেলায় । বিশেষ করে স্পর্শকাতর এলাকা ও যেসব জায়গায় পুলিশ কম, সেসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে হবে কমিশনকে ।
আদালতের তরফে আরও নির্দেশ, সমস্ত বুথে সিসিটিভি লাগাতে হবে । সিসিটিভি লাগানো না গেলে, ভিডিওগ্রাফি করতে হবে । রাজ্যের সার্কুলারের বাইরে কোনও কাজে সিভিক ভলান্টিয়ার্সদের নিয়োগ করা যাবে না । তিন স্তরের গনণা একসঙ্গে হবে করতে হবে ।
পঞ্চায়েত নির্বাচনের সময়সীমা বাড়ানো হোক, দাবি করেছিলেন বিরোধীরা । কিন্তু বিরোধীদের সেই দাবি ধোপে টিকল না । আগে হাইকোর্ট জানিয়েছিল, রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৭৫ হাজার মনোনয়ন জমা দেওয়ার জন্য যে ৫ দিন সময় দেওয়া হয়েছে, তা যথেষ্ঠ নয় । এই সময়সীমা আরও বাড়ানো উচিত বলে মনে করেছিল হাইকোর্টে । তবে, এদিনের শুনানিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল রাখা হল