জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় কিছুটা স্বস্তিতে বিজেপি । আগেই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বৃহস্পতিবার পর্যন্ত ১১ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না । এদিন সেই মামলার শুনানি ছিল । এদিন, কলকাতা হাইকোর্ট মামলার শুনানিতে জানানয়, বিজেপি বিধায়কদের বিরুদ্ধে মামলার স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে । আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে মামলা স্থগিত থাকবে । একইসঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণ, জাতীয় সঙ্গীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ।
বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, "জাতীয় সঙ্গীতকে সম্মান এবং শ্রদ্ধা করতে হয় । এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় না ।" তাঁর কথায়, জাতীয় সঙ্গীতের সময় স্লোগান দেওয়া হয়নি । স্লোগান দেওয়া হচ্ছিল তার অনেক আগে থেকেই । এই মামলার পরব্রতী শুনানি ১০ জানুয়ারি