যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের বিক্ষোভ থেকে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করার আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
বৃহস্পতিবার সেই খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। এদিন বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণে আদালত জানায়, ঘটনার দিন বিরোধী দলনেতার প্রয়োগ করা ভাষা নির্দিষ্ট ভাবে কাউকে আঘাত করেনি। তাই কোনও এফআইআর করা যাবে না।
আরও পড়ুন - কামদুনি মামলায় হাই কোর্টের রায়ে স্থগিদেশ দিল না সুপ্রিম কোর্ট
তবে শুভেন্দু অধিকারীকে ঘটনার তদন্তে সহযোগিতা করতে বলেছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে এমন পদমর্যাদার কোনও ব্যক্তি সম্পর্কে এহেন মন্তব্য করা উচিত নয় বলেও জানায় আদালত।