কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ।
বিজেপির অভিযোগ ছিল, বোমা-গুলি-পাথর নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই দিন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। স্থানীয় বুড়িরহাট এলাকায় নিশীথের কনভয় তৃণমূল কর্মীরা তাঁর কনভয়ে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির তরফে এই ঘটনার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে দায়ী করা হয়। পরে অবশ্য গোটা ঘটনার দায় নিশীথের ঘাড়ে চাপিয়েছিলেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি ছিল, সমাজবিরোধীদের নিয়ে এলাকা দখল করতে এসেছিলেন নিশীথ প্রামাণিক।
আরও পড়ুন- BBC Punjabi's Twitter withheld: অমৃতপাল কাণ্ডের জের, ভারতে স্থগিত বিবিসি পাঞ্জাবির টুইটার অ্যাকাউন্ট