'কয়লা ভাইপো' কে! 'লেডি কিম' কাকে বলা হয়েছে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার হাই কোর্টে একটি মামলার শুনানি চলছিল। শুভেন্দু অধিকারীর পুরনো টুইট উল্লেখ করে প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট।
কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এদিন এজলাসে প্রশ্ন করেন, "লেডি কিম! তিনি কে? কিম জং উন উত্তর কোরিয়ার শাসক। তাঁকেই কি বলা হয়েছে! নাকি এটা মজা ছিল।"
আরও পড়ুন: বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
উল্লেখ্যে, গত বছর ১৩ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আয়াংশের জন্মদিনে টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই টুইটেই কয়লা ভাইপো ও লেডি কিম-এর গ্রুপে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তাঁর এই টুইট ঘিরেই বিতর্ক তৈরি হয়েছিল।