বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলার ফাইল চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই নির্দেশ দিয়েছেন বলেই খবর। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ সংক্রান্ত দু’টি মামলা সরিয়ে নিতে হবে। সেই নির্দেশ মেনে সোমবার ওই দুটি মামলার ফাইল চেয়ে পাঠান কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
জানা গিয়েছে, সৌমেন নন্দী এবং রমেশ মালিকের প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার ফাইল চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার মামলায় ওই দু’টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন- Bihar Child Marriage: ঋণের টাকা মেটায়নি পরিবার, বিহারে নাবালিকাকে বিয়ে, গ্রেফতার বিবাহিত যুবক