ডিএ অসন্তোষ কাটাতে এবার রাজ্যের সঙ্গে কর্মচারীদের এক টেবিলে বসার ডাক হাইকোর্টের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দশ দিনের মধ্যে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে হবে। এমনকি, ওই বিষয়ের পর্যবেক্ষণে ১০ দিনের সময় বেঁধে দেয় হাইকোর্ট। পাশাপাশি, সরকারি কাজে ব্যাঘাত না ঘটানোর পরামর্শও দেন সরকারি কর্মচারী সংগঠনগুলিকে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের শীর্ষ আদালতে বারবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে। আপাতত মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুনানির দিন ধার্য হয়েছে। এই পরিস্থিতিতে সরকার-সরকারি কর্মীদের বৈঠকে আদৌও কতটা বরফ গলবে, তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন- Recruitment Scam: “পুকুরে ফোন ফেলে দিলেন কেন?”, নিজাম প্যালেসে নামতেই জীবনকে ছেঁকে ধরল ক্যামেরা-বুম