আমহার্স্ট স্ট্রিট থানায় এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। ওই যুবকের দেহ কলকাতা পুলিশের মর্গ থেকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। যদিও পরিবারের তরফে দ্বিতীয়বার ময়নাতদন্তের যে আবেদন করা হয়েছিল তাতে এখনই কিছু জানায়নি আদালত।
এদিকে মৃতব্যক্তির পরিবারকেও ওই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এই ঘটনা নিয়ে পরিবারের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে আদালত। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
আমহার্স্ট স্ট্রিট থানায় এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। বুধবার এই ঘটনার জেরে উত্তাল হয় কলেজ স্ট্রিট চত্বর। এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষ। এমনকী, বৃহস্পতিবার তিনি কলকাতা হাই কোর্টে একটি মামলাও করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভরই তপ্ত থাকে মধ্য কলকাতার ওই এলাকা।