রামনবমীর মিছিল ঘিরে অশান্তির অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদে। বোমাবাজিও হয় বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে এবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল বিশ্ব হিন্দু পরিষদ। ওই ঘটনায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
রামনবমীর মিছিল করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মিছিলে সর্বাধিক ২০০ জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীরও সাহায্য নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল।
এই নির্দেশের পর বুধবার রামনবমীর মিছিল হয়। সেসময় মুর্শিদাবাদে সংঘর্ষের অভিযোগ অভিযোগ ওঠে। সেই ঘটনায় এবার মামলা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।