রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৭৫ হাজার মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে ৫ দিন। এই সময়সীমা যথেষ্ট নয় বলে মনে করছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ- "পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) জন্য রাজ্য নির্বাচন কমিশন যে সময়সীমা দিয়েছে, তা যথেষ্ট নয়। এই সময়সীমা আরও বাড়ানো উচিত"। তার পাশাপাশিই, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্যই সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিল উচ্চ আদালত।
উল্লেখ্য, আগামী ৮ জুলাই-এর পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে শুক্রবার থেকে। কমিশন জানিয়েছে, ১৫ জুন পর্যন্ত নমিনেশন জমা দেওয়া যাবে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়ন পেশের সময়। আর তা নিয়েই আপত্তি জানিয়েছে বিরোধী কংগ্রেস ও বিজেপি। এবার দুই বিরোধীর পাঁচ দফা আবেদনের শুনানিতে শুক্রবার এ কথা জানাল কলকাতা হাই কোর্ট।