চাকরিপ্রার্থীরা তাঁকে ভগবান আখ্যা দিয়েই দিয়েছেন। এবার তাঁর আবক্ষ মূর্তি তৈরি হল বোলপুরে। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ভাস্কর্য কর্মশালায় শিল্পীর হাতের জাদুতে তৈরি হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূর্তি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরে যাওয়া নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তৈরি হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। তাঁর ছবি দেখে মূর্তিটি গড়েছেন ভাস্কর ভীম পাল।