অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন দ্রুত শুনানির জন্য। কিন্তু সেই আর্জি শোনা মাত্র বাতিল করে দেন তিনি। তবে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।
রাজভবন চত্বরে ১৪৪ ধারা লঙ্ঘন করে ধর্না চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একাধিক বিজেপি নেতা এনিয়ে সরবও হয়েছিলেন। অবশেষে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন করেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। মামলাটি গ্রহণ করলেও দ্রুত শুনানির বিষয়টি গ্রহণ করেনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।