গ্রেফতার হওয়া কতজন প্রভাবশালী নেতা SSKM হাসপাতালে ভর্তি রয়েছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এবিষয়ে হাসপাতালের ডিরেক্টরের কাছে একটি রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ।
মামলাকারী রমাপ্রসাদ সরকারের অভিযোগ, SSKM হাসপাতালে সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। অথচ একাধিক গ্রেফতার হওয়া প্রভাবশালী ব্যক্তি বেড দখল করে রয়েছেন। উল্লেখ্য তিনি কালীঘাটের কাকুর প্রসঙ্গও টেনেছেন। পুরো বিষয়টি শুনে বিচারপতির ডিভিশন বেঞ্চ রিপোর্ট তলব করেন।
শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগ যদি সত্য হয় তাহলে তা অত্যন্ত গুরুতর। যদিও এখনই কোনও পদক্ষেপ নেওয়ার কথা জানায়নি আদালত।
ওই শুনানিতে ED-র আইনজীবীও উপস্থিতি ছিলেন। তিনি বলেন, সুজয়কৃষ্ণ ভদ্র অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। সেকারণে SSKM এর মতো একটি সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি দীর্ঘদিন ধরে ভর্তি রয়েছেন।