পর পর রাজ্যের তিন বড় পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। এর মধ্যেই ফল ঘোষণা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিসেস ২০২২ এর। গোটা দেশের মধ্যে অশোকনগরের মুখ উজ্জ্বল করেছে দিয়া দত্ত, তিনি সিলিভ সার্ভিসের UPSC পরীক্ষায় সফল। ছোটবেলা থেকেই মেধাবী তিনি। মাধ্যমিক উচ্চমাধ্যমিকে চোখ ধাঁধানো রেজাল্ট। ইউপিএসসি পরীক্ষায় তাঁর র্যাঙ্ক ৭৮২। উত্তর ২৪ পরগনা মাত্র দুজন সফল হয়েছে তার মধ্যে দিয়া একজন। অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিয়া, তাঁর বাবা একজন সরকারি চাকরিজীবী।
Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে 'হামলা'-র ঘটনায় আটক কয়েকজন, চলছে জিজ্ঞাসাবাদ
ইউপিএসসির মতো পরীক্ষায় সফল মেয়ে, বাড়িতে স্বভাবতই আনন্দের রেশ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের উন্নয়ন নিয়ে আগামী দিনে কাজ করতে চান দিয়া এমনটাই জানিয়েছেন তিনি।