বিবাহ বহির্ভূত সম্পর্কের(Extra Marital Affair) জেরে খুনের(Murder) চেষ্টার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে(Santipur)। রবিবার সকালে ঘটনাটি ঘটে শান্তিপুরের বাইগাছিপাড়া এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের কথায়, আক্রান্ত হোটেল ব্যবসায়ী(Hotel Owner) কল্যাণ গুহ অন্যান্যদিনের মতোই হোটেল থেকে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। অভিযুক্ত সায়ন্তন সাহা ওরফে ঋজু রাস্তায় ওই ব্যবসায়ীর মোটরবাইক দাঁড় করায়। এরপর দা বের করে ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপ(Chopping) মারে। আক্রান্ত ব্যবসায়ীর(Injured businessman) চিৎকারে লোকজন ছুটে পালিয়ে যায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় কল্যাণ গুহকে শান্তিপুর হাসপাতালে(Santipur State General Hospital) ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর মাথা এবং হাত মিলিয়ে মোট ১৮টি সেলাই পড়েছে।
আরও পড়ুন- Mamata Banerjee: ট্যাংরার আগুন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ
জানা গেছে, মিঠু সাহা নামক পাড়ারই এক গৃহবধূর সাথে দীর্ঘ ১৩ বছরের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ওই হোটেল ব্যবসায়ীর। কিছুদিন আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়েছে। এরপর থেকেই ওই ব্যবসায়ীকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এর মধ্যেই মায়ের বিবাহ-বহির্ভূত সম্পর্কের অপমানে উত্তেজনাবশত মায়র প্রেমিককে কোপ মারে ওই যুবক। তবে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।