করোনার পর থেকে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে একাধিকবার আলোচনা হলেও, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে অনড় রাজ্য সরকার। রাজ্যে এখনই কোথাও বাড়ছে না বাস ভাড়া, ফের সাফ জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার বিধানসভায় পরিবহনমন্ত্রী জানান, ‘ ‘‘সাধারণ মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী সরকারি ও বেসরকারি বাসের ভাড়া বাড়াতে চান না।’
Hooghly Wedding: খানা পিনার সঙ্গে চলল দেদার খেলা, প্রজ্ঞানন্দকে শ্রদ্ধা জানাতে বিয়েবাড়িতে দাবার আসর!
এছাড়াও তিনি আরও জানিয়েছেন, ‘আমরা কখনওই মানুষের উপর বোঝা চাপিয়ে দিতে পারি না।’ আগেই তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে সরকার জোর দিচ্ছে পরিবেশবান্ধব যাত্রী পরিষেবার দিকে। সেই কারণেই সিএনজি ও ই-ভেইক্যাল কেনার দিকে জোর দেওয়া হচ্ছে। কেউ অযথা বেশিই ভাড়া নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আগেই জানানো হয়েছিল।