বাসভাড়া বৃদ্ধি নিয়ে প্রস্তাব জমা পড়ল নবান্নে। যদিও ওই প্রস্তাব জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়ে দিলেন, এই মুহূর্তে বাস ভাড়া বৃদ্ধির কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
বিধানসভার এস্টিমেট কমিটি যে প্রস্তাব নবান্নে জমা দিয়েছে সেখানে বলা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি হলেও বাসভাড়া বৃদ্ধি করা হয়নি। তাঁদের ওই প্রস্তাবে বলা হয়েছে, ২০১৮ সালের ১৮ জুন শেষ বাসভাড়া বৃদ্ধি পেয়েছিল।
Read More- স্কুলের ল্যাবরেটরিতে অ্যামোনিয়ার বিস্ফোরণ, গুরুতর জখম শিক্ষক সহ অন্তত ১০ছাত্রী
যে এস্টিমেট কমিটি ওই প্রস্তাব জমা দিয়েছে তার মধ্যে রয়েছেন মোট ২০ জন সদস্য। তাঁদের মধ্যে ১৬ জনই তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং চারজন বিজেপি বিধায়ক। ওই প্রস্তাবের পর পরিবহনমন্ত্রী জানিয়েছেন, ভর্তুকি দিয়েই সরকারি বাস চালানো হবে। তবে বেসরকারি বাসের ভাড়া এখনই বৃদ্ধি করা হবে না।