যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের টহলদার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত পুলিশ ভ্যানের চালক। আহত হয়েছেন এএসআই, কনস্টেবল ও এক সিভিক ভলেন্টিয়ার। সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের গুসকরা রোডে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোর পাঁচটা নাগাদ টহলের সময় দুর্ঘটনার কবলে পড়ে ওই পুলিশ ভ্যানটি। বাগড়াই ব্রিজে ওঠার মুখেই বাসটি এসে ধাক্কা মারে পুলিশ ভ্যানে। আহতদের উদ্ধার করে স্থানীয় বামচাঁদাইপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িচালক বিশ্বনাথ মুর্মুর। আহত কমলেশ সিং, শ্রীকান্ত সিনহা এবং আশিস প্রামাণিককে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।