নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে স্কুল বাস। শনিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরে। দুর্ঘটনার জেরে কয়েক জন পড়ুয়া জখম হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, শনিবার দুপুর দুটো নাগাদ মালদহের মালদহ-মানিকচক রাজ্য সড়কে এক কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে ৭১ জন পড়ুয়া ছিল। তাদের মধ্যে ১৫ জনের চোট লেগেছে। এর মধ্যে কয়েক জনের মাথাতেও আঘাত লেগেছে। আহতদের মধ্যে আট জন গুরুতর জখম।
আরও পড়ুন- Manipur Landslide Followup : রাজ্যে ফিরল মণিপুরে মাটি ধসে মৃত ১০ জওয়ানের দেহ
ছাত্রছাত্রীরা বাসের ভিতরেই এদিক ওদিক ছিটকে পড়ে যায়। বাসে থাকা খুদে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। কান্নাকাটি শুরু করে দেয় অনেকে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে আসে পুলিশও। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, স্কুলবাসটির স্টিয়ারিং লক হয়ে গিয়েছিল। তার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এদিকে, এই ঘটনার পর থেকে পলাতক বাসচালক। পুলিশ সূত্রে খবর, যথেষ্ট ধীর গতিতে ছিল বাসটি। তারপরেও কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।