রবিবার সকালে বড়সড় দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারোকে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর সরকারি বাস ও তেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। ঘটনায় আহত প্রায় ২৭ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে। বাসটি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরছিল। বাসের পিছনে ধাক্কা মারে তেল ট্যাঙ্কারটি। কিছুক্ষণের জন্য ব্যহত ছিল যান চলাচল। এদিকে সড়ক বন্ধ থাকায় বেশ ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।
এদিকে দুর্ঘটনার জন্য প্রশাসনকে দুষছেন এলাকাবাসী অভিযোগ অনেকদিন ধরেই ওই এলাকার সিগনাল ব্যবস্থার সমস্যা রয়েছে। ঘটনার পর বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটিও।