BSF : অমৃতসরের পর জলঙ্গি, বচসার জেরে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

Updated : Mar 07, 2022 15:07
|
Editorji News Desk

ব্যবধান মাত্র ২৪ ঘণ্টার। পঞ্জাবের (Punjub) অমৃতসরের (Amritsar) পর এ বার গুলি চলল রাজ্যের মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গির বর্ডার সিকিউরিটি ফোর্সের (Bsf) ক্যাম্পে। তার জেরে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বচসায় জড়িয়েছিলেন ওই দুই জওয়ান। তার জেরেই একে অপরের দিকে গুলি চালান। 

স্থানীয় সূত্রের খবর, আজ সকাল আটটা নাগাদ ১১৭ ব্যাটেলিয়ানের দুই জওয়ানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর হটাৎই তাঁরা নিজেদের রাইফেল থেকে একে অপরকে লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে, দু'জনকেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : সহকর্মীর গুলিতেই অমৃতসরে মৃত্যু ৫ বিএসএফ জওয়ানের

যদিও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই দুই জওয়ান কোনও কারণে নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর পর তাঁরা একে অন্যকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুলি চলার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় কাকমারি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। এখনও পর্যন্ত ওই দুই বিএসএফ জওয়ানের নাম-পরিচয় জানা যায়নি।

কী কারণে ওই বিএসএফ জওয়ানরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সেটা এখনও স্পষ্ট নয়। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। সামগ্রিক ভাবে ঘটনার তদন্তও শুরু হয়েছে। রবিবারই পাঞ্জাবের অমৃতসরের কার্যত একই ঘটনা ঘটেছিল। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ বিএসএফ জওয়ান। 

WEST BANGALFiringBSFMurshidabad district

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর